ছাত্রদের জন্য সহজে অনলাইনে টাকা ইনকাম করার ৭ টি উপায়
আসসালামু
আলাইকুম । কেমন আছেন বন্ধুরা ? আজ আবার আপনাদের সামনে হাজির হলাম অনলাইনে
টাকা ইনকামের সহজ ৭ উপায় নিয়ে । ছাত্ররা পড়াশুনার পাশাপাশি অনলাইনে
টাকা ইনকাম করতে চাইলে নিচের পদ্ধতিগুলো প্রয়োগ করে দেখতে পারেন । আশা করি
পোস্টটি আপনাদের ভাল লাগবে ।
প্রতিযোগিতার
এই পৃথিবীতে আমরা সময় নষ্ট করা বন্ধ করে দিয়েছি । সবাই প্রতিটি
সেকেন্ডকে কাজে লাগাতে চেষ্টা করে থাকি । আমি দুঃখ অনুভব করছি তাদের জন্য
যারা ঘন্টার পর ঘন্টা ফেইসবুক অথবা অন্যান্য সামাজিক যোগাযোগ সাইটগুলো
নিয়ে সময় নষ্ট করে থাকে । কারণ দিনের শেষে সামান্য আনন্দ বা বেদনা ছাড়া
এসব সাইট থেকে আপনি কিছুই পাবেন না । এখন আমি আপনাদেরকে ইন্টারনেটের
সৃষ্টিশীল প্রকৃতি নিয়ে আলোচনা করব । ইন্টারনেট আপনার সময় কাটানোর
বিষয়ের পাশাপাশি আপনার ইন্টারনেট প্যাকেজ নেয়ার টাকাটা এখান থেকেই ইনকাম
করতে পারেন । আর এসব বিষয় নিয়েই আমার আজকের আলোচনা । এবার মূল কথায় আশা
যাক ।
- অনলাইনে গেমস খেলে টাকা আয় : আমরা অনেকেই লেপটপ বা কম্পিউটারে গেমস খেলে থাকি । কিন্তু আপনি জানেন কি অনলাইনে গেমস খেলে টাকা আয় করা যায় । আপনি ঘন্টার পর ঘন্টা গেমস খেলবেন, কিন্তু এই সময়ে আপনার টাকা আয় হতে থাকবে । এমন অনেক কোম্পানি আছে যারা গেমারদের গেমস খেলার জন্য টাকা দিয়ে থাকে ।
- আর্টিকেল লিখে টাকা আয় : ফ্রিল্যান্সিং সাইটগুলোতে আর্টিকেল লিখে টাকা আয় করতে গেলে আপনাকে অনেক কষ্ট করতে হবে । বিড করতে হবে এবং বিড করে কাজ পেলে তবে আপনি কাজটি করতে পারবেন । আপনি যদি সত্যি আর্টিকেল লিখতে পারেন তবে Ezine Article সাইটে আর্টিকেল লিখে টাকা আয় করতে পারেন । আবার এমন সাইট আছে যেসব সাইটে বিভিন্ন প্রোডাক্টস বা আর্টিকেলের রিভিউ লিখে টাকা আয় করতে পারেন । Review Stream এরকম একটি সাইট যেখানে আপনি রিভিউ লিখলে তা যদি গ্রহণযোগ্য হয় তবে তারা তা পাবলিশ করে লেখককে ২ ডলার এবং কমেন্টের জন্য ১ ডলার করে আয় করতে পারেন ।
- অনলাইনে গান শুনে টাকা আয় : গান এমন একটি ভাষা যা সব বয়সের মানুষের জন্য উপযুক্ত । গান শুনতে ভালবাসে না এমন লোক নেই বললেই চলে । আপনি গান শুনেও টাকা আয় করতে পারেন । গান শুনলে কোম্পানি আপনাকে টাকা দিবে । ভাবছেন কেন? এতে করে তাদের গানের জনপ্রিয়তা বাড়বে এবং অনেক লোকের কাছে পৌছে যাবে । Promosquad এবং Sonymusic awards এমন দুটি সাইট যেখানে যে কেউ গান শুনে টাকা আয় করতে পারেন ।
- বন্ধুদের সাথে চ্যাটিং করে টকা আয় : আপনি আপনার বন্ধুদের সাথে চ্যাটিং করে টাকা আয় করতে পারেন যেমন ফেইসবুক চ্যাটিং । Yuwie এবং Mylot সাইটে আপনি চ্যাটিং করে টাকা আয় করতে পারবেন । আপনার ছবি দেখা হলে প্রতি ১০০০ বার দেখানোর জন্য ০.৫ ডলার করে পাবেন ।
- প্রশ্নের উত্তর দিয়ে টাকা আয় : আপনি যদি কোন বিষয়ে ভাল জানেন তাহলে তা অন্যকে সাহায্য করতে পারে । Yahoo answers এ আপনি প্রশ্নের উত্তর দিয়ে টাকা আয় করতে পারেন । এছাড়া Student Questions and know Brainers নামক সাইটেও আপনি প্রশ্নের উত্তর দিয়ে কিছু টাকা আয় করতে পারেন ।
- ফটো বিক্রি করে টাকা আয় : আপনার তোলা প্রাকৃতিক কোন দৃশ্য বা কোন ঘটনার ফটো বিক্রি করে টাকা আয় করতে পারেন । zazzle বা shutterstock সাইটে আপনি ফটো বিক্রি করে টাকা আয় করতে পারেন ।
- ডকুমেন্টস এবং পেপার টাইপ করে টাকা আয় : আপনি যদি টাইপিং ভাল পারেন তাহলে বিভিন্ন ব্লগে আর্টিকেল লিখে টাকা আয় করতে পারেন।
- কোন প্রয়োজন কোন প্রশ্ন? যোগাযোগ:০১৯৩১-০৩০৬১৩/০১৮৩৩-০৬৩৮৯১
- আপনার সাথে ফেসবুক এ আমি ক্লীক এখানে
- Facebook এ আমার পেজ ক্লীক এখানে







ReplyDeleteI REALLY Really Love This Site ...Becouse This Wepsite
Provide ..All Time Unque Article ..and Share Right knowledge.Thank You Sir.......And Thank you So Much...
অনলাইন থেকে ইনকাম ব্লগিং করে এসইও করে ইনকাম সম্পর্কে জানতে নিচের লিংকে জান https://www.hilplife.xyz
ReplyDelete