Pages

Sunday, 20 November 2016

ঘরে বসে অনলাইনে টাকা আয় করার সহজ উপায়

গুগলে সার্চ দিলে ঘরে বসে অনলাইনে টাকা আয় করার সহজ উপায় সম্পর্কে অনেক আর্টিকেল পাওয়া যায়। এই সব আর্টিকেল পড়ে অনেকেই বাসা থেকে অর্থ উপার্জন করছে। নিচের ছবিতে Google AdSense – থেকে প্রেরিত Achievement report – টি দেখা যাচ্ছে। আপনিও ঘরে বসে আয় করে এইরকম Achievement পেতে পারেন।  ১ কোটি গুগল Ad Impression. একটু ভাবুন !!! এই রকম ইম্প্রেসন পেলে ঘরে বসে আপনার অনেক টাকা আয় হবে। প্রতিদিন চাকরীর জন্য অনলাইনে আবেদন করছেন, কিন্তু কোথাও চাকরী হচ্ছে না।  আপনি একটি পিসি এবং ইন্টারনেট কানেকশন নিয়ে খুব সহজেই ঘরে বসে টাকা আয় করতে পারেন। এখানে অনলাইনে অর্থ আয় করার কয়েকটি উপায় সম্পর্কে বলা আছে।

Best Easy Ways Online Make Money

1. Google Ads: আপনি গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে খুব সহজেই ঘরে বসে টাকা আয় করে তে পারেন। এর জন্য আপনার একটি ব্লগ অথবা ওয়েবসাইট থাকতে হবে।  One of the best easy way online make money by Google Ads. If you want an easy way to make money from your site, AdSense makes sense.
2. Affiliates: Affiliate marketing is one of the cheapest and quickest way to make money through online business and earning more profits. Find a best affiliate marketing company and sign up with the companies. Once one of my referrals makes a purchase, I receive a small payment. With some of the affiliate programs the fee is quite large.
3. Amazon: Amazon is another best make money tool that will trickle in a few dollars here and there, all for 5-10 minutes of your time putting amazon widgets on your website which are functionally rich and easy to install by anyone.
4. Selling Ad Space: You can easily online make money by selling ad space if you have a site or blog that has high traffic.
5. Selling Subscriptions to Your Newsletter: Newsletter is a cheapest and effective way to make money online. If you have a newsletter that has high demand information, you could charge for your newsletter.
6. ম্যাগাজিন লেখকঃ আপনি যদি একজন ভাল লেখক হন,  তাহলে বিভিন্ন অনলাইন পত্রিকার সঙ্গে যোগাযোগ করুন । অনেক পত্রিকা পেশাদার লেখকদের খুঁজে থাকেন যারা তাদের জন্য লিখতে পারবে। এইসব পত্রিকায় আর্টিকেল লেখে $ ৩০ থেকে $ ১00 পর্যন্ত আয় করা যায়।
7. অনুবাদকঃ আপনি যদি একাধিক ভাষা জানেন তাহলে অনুবাদকের কাজটি খুব সহজেই করতে পারেন । আপনার একটি প্রোফাইল তৈরী করে বিভিন্ন  ফ্রিল্যান্সিং ওয়েবসাইটে সাবমিট করুন যেখানে মানুষ অনুবাদের জন্য তাদের কাজ পোস্ট করে। বাসায় বসে এই কাজটি করে আপনি অনেক টাকা আয় করতে পারেন।
8. ওয়েব ডিজাইনারঃ বর্তমানে দেশে এবং বিদেশে ওয়েব ডিজাইনের চাহিদা প্রচুর। আপনার যদি ভাল ডিজাইন করতে পারেন তাহলে ফ্রিল্যান্সিং ওয়েবসাইট গুলোতে একাউন্ট করে আপনার প্রোফাইল সাবমিট করুন । প্রথমে হয়ত অল্প টাকা আয় করবেন, কিন্তু ধীরে ধীরে কাজ বাড়ার সাথে সাথে আপনার আয়ও বাড়তে ত্থাকবে। ওয়েবসাইট ডিজাইন, লোগো ডিজাইন এবং প্রিন্টিং খাতে এ কাজের চাহিদা অনেক বেশী।
9. Ad Space in Your Newsletter: This is the another best easy way to make money by selling ad space in your newsletter. Just put a box on your newsletter with a note inside it that says “Your Banner Could Go Here” Then have a page that tells how many subscriber that you have, how often your newsletter goes out and what type of content it usually contains plus the price per ad.
10. Forums posting:  বেকলিঙ্ক পাওয়ার জন্য অনেকেই তাদের ওয়েবসাইটকে বিভিন্ন Best forums sites – এ লিঙ্ক পোস্ট করতে করতে চায়। ফ্রীলেন্সিং কাজ হিসাবে এ কাজটি করেও ঘরে বসে টাকা আয় করা যায়।
11. Selling E-Books: Do you have knowledge about travel tours or easy way to earn money from home that you know people would pay to learn as well? Self publishing is the best way to make money by writing and then selling your e-books on the net.
12. Consulting : Do you sell wedding supplies and know all of the best suppliers around? Do a little research and offer your services as a wedding coordinator. Offer your assistance to the people that want to plan their own wedding, but need a little bit of help.
13. New Sites: Last but not the least you need to keep building new websites and then post on Google ads.
যাদের SEO ( Search Engine Optimization ) সম্পর্কে ভাল ধারনা নাই, তারা Best SEO Learning sites – এ গিয়ে ভাল Top 10 SEO সাইটের Address পাবেন। সেখান থেকে SEO শিখে ঘরে বসে টাকা আয় করতে পারেন।
অনলাইনে আয় বিষয়ক বিভিন্ন গুরত্বপুর্ণ তথ্য ১. একটি ব্লগ বা ওয়েবসাইট তৈরী করুন এবং অ্যাডভার্টাইজিং নেটওয়ার্ক যেমন গুগল অ্যাডসেন্স বা ক্রয়বিক্রয়(buysell) অ্যাড এর মাধ্যমে আয় করতে পারেন। আপনি চাইল গুগল ডাবলক্লিক এর মাধ্যমেও সরাসরি আয় করতে পারেন। অনেকের কাছেই অ্যাডসেন্স অ্যপ্রুভ করা ঝামেলার বিষয়। কিভাবে অ্যাডসেন্স অ্যাপ্রুভ করবেন প্রয়োজনীয় নিদের্শাবলী দেখুন অ্যাডসেন্স নিদের্শনা ২.মেইলচিম্পের মাধ্যমে ইমেইল নিউসলেটার সেল করে আয় করতে পারেন। স্পন্সর বা সাবস্ক্রাইবার খুজে বের করতে হবে । যেখানে ভিজিটররা নিউসলেটার পাওয়ার জন্য টাকা দিয়ে সাবস্ক্রাইব করবে। HackerNewletter, NowIKnow এবং Launch.co এই ধরনের কাজের ভাল উদাহরণ হতে পারে। ৩. নিজের ইউটিউব চ্যানেল খুলুন এবং ইউটিউবের পার্টনার হয়ে যান। আপনি Oneload সাইটটি ব্যবহার করে আপনার ভিডিওটি অনেক সাইটে ছড়িয়ে দিতে পারেন। ৪. সৃজনশীল কিছু তৈরী করুন যেমন হ্যান্ডবেগ জুয়েলারি পেইন্টিং বা কুটিরশিল্প ইত্যাদি এবং তা বিক্রয় করতে পারেন ইটসি, আর্টফায়ার বা ই-বে তে বিক্রয় করতে পারেন। ৫.টি-শার্টের ডিজাইন করুন এবং www.threadless.com, জাজে বা ক্যাফেপ্রেস এ রাখুন। আর বিক্রয় করুন। ৬.নিজের অনলাইন স্টোর তৈরী করুন তা নিজস্ব ডোমেইন বা সপিফাই (shopify),স্কয়ার (লিংক: http://www.squarespace.com )স্পেস এ হতে পারে। যেকোন বস্তু খাবার থেকে শুরু করে ডিজিটাল পণ্য সবই সেল করতে পারেন। ৭.যে কোন বিষয়ের উপর বই লিখুন। তা কিন্ডেল স্টোর , গুগল, বা আইবুক এ প্রকাশ করুন। আপনি চাইলে ই বুক হিসাবে অন্য রিটেইলার দের কাছে ও বিক্রয় করতে পারেন। অন্য রিটেইলার বিক্রয়ের জন্য স্মাশউড ( Smashwoods )বা বুকবেবি (BookBaby) ব্যবহার করতে পারেন। ৮. ইউডেমি Udemy বা স্কিল শেয়ারের SkillShare শিক্ষক হিসাবে যোগদান করুন আপনার প্রিয় বিষয় নিয়ে টিউটোরিয়াল তৈরী করুন। গিটার থেকে শুরু করে সাহিত্য ইয়োগা থেকে বিদেশী ভাষা যেকোন কিছু আপনি আন্তর্জাতিকভাবে শেখাতে পারেন। ৯. কোডিং শিখুন । গুরু Guru , ই-ল্যান্স eLance , আপওয়ার্ক , বি-ল্যান্সার এর মত মার্কেট প্লেস এ সফট্‌ওয়ার ডেভেলপমেন্ট প্রজেক্টে কাজ করুন। ১০. ভার্চুয়াল অফিস অ্যাসিস্টেন্ট হিসাবে প্রশাসনিক বা টেকনিক্যাল কাজে দুরবর্তী সহায়তা করতে পারেন। এক্ষেত্রে ই-ল্যান্স, টাস্কর‌্যাবিট TaskRabbit বা আপওয়ার্ক এ প্রচুর কাজ পাবেন। ১১.স্ক্রিপ্ট রাইটার হিসাবে যেমন কোন ব্রাউজার এর এক্সটেনশন প্লাগিন,মোবাইল অ্যাপস (অ্যান্ড্রয়েড বা আইফোন) তৈরী করে আয় করুন । এক্ষেত্রে কোডকেনিওন CodeCanyon , চুপা Chupa বা বিনপ্রেস BinPress এ আপনার কোডটি বিক্রয় করে আয় করতে পারেন। ১২. খুব সাধারণ কম্পিউটার জব যেমন ডাটা এন্ট্রি জব, ট্রান্সক্রাবিং কিংবা ভিজিটিং কার্ড তৈরী করে আয় করতে পারেন। এজন্য মেকানিক্যাল টার্ক Mechanical Turk ব্যবহার করতে পারেন। ১৩. সৃজনশীল কাজ যেমন লোগো ডিজাইন,ব্যানার ডিজাইন,ওয়েব ডিজাইন অন্যান্য মার্কেটিং এর উপাদানগুলো তৈরী করে অনলাইনে আয় করা সম্ভব। এক্ষেত্রে ৯৯ডিজাইন 99Designs , ক্রাউডস্প্রিং CrowdSpring , ডিজাইনক্রাউডের DesignCrowd মত সাইটগুলো থেকে আয় করা যায়। ১৪. আপনার কি ভাল কন্ঠ আছে। আপনার যদি ইংরেজীতে জড়তা না থেকে থাকে তবে উমানো, ভয়েসবানী VoiceBunny , ভয়েস১২৩ Voice123 ভয়েস আর্টিষ্ট হিসাবে কাজ করে আয় করতে পারেন। ১৫.অনেকেই আছেন যারা ভাল গান করেন। আপনি যদি ভাল গান করে থাকেন অ্যামাজন এমপিথ্রি, আইটিউন , প্যান্ডোরা,স্পটিফাই এর গান গুলো বিক্রয় করতে পারেন। এজন্য ডিস্ট্রোকিড DistroKid , টিউনকোর Tunecore, লাউডার এফএম loudr.fm বা সিডিবেবির CDBaby সাহায্য নিতে পারেন। আপনি চাইলে সরাসরি আপনার অডিও ফাইল গুলো অডিও জংগল AudioJungle, পন্ড৫ Pond5 বিক্রয় করতে পারেন। ১৬. অ্যামাজন Amazon বা অন্যান্য অনলাইন স্টোরের অ্যাফিলিয়েটর হিসাবে অনেক ভাল আয় করা সম্ভব। এক্ষেত্রে ভিজিলিংক Vigilink, শেয়ারএসেল ShareASale, কমিশন জাংশন CJ বা লিংক শেয়ার LinkShare এর মত সাইটগুলো অনেকভাল কাজ করে। ১৭. অনলাইনে টিউশন এর মাধ্যমে আয় করা সম্ভব। যেখানে অনলাইনে ক্লাস নেওয়া,ছাত্রছাত্রীদের সাহায্য করার কাজ পাওয়া যায়।টিউটর ডট কম Tutor.com, ইন্টাএডু InstaEdu, টিউটোরিয়াল ভিসা TutorVista এর মত সাইটে খুব সহজেই অনলাইন শিক্ষক হওয়ার আবেদন করে অনলাইনে টিউশন করতে পারেন। ১৮. বিদেশীদের জন্য বাসা ভাড়া দিয়েও আয় করা যায়। আপনার ঘরে যদি খালি জায়গা থাকে তাহলে আপনার কি কি জিনিসপত্র আছে আজই লিষ্ট তৈরী করে ফেলুন। এয়ারবিএনবি Airbnb কুসসার্ফিং Couchsurfing আপনাকে সাহায্য্ করবে। ১৯.আপনি কি ফটোগ্রাফি করেন,আপনার ফটোগ্রাফি যদি ভাল হয় তবে ক্রিয়েটিভ মার্কেট Creative Market ,ফটোদুন PhotoDune, আইস্টকফটো iStockPhoto , ইমেজ এম্বেডেড ImgEmbed এ আপনার তোলা ছবি গুলো বিক্রয় করতে পারেন। ২০. পুরোনো অব্যবহৃত জিনিসপত্র,শিশুদের খেলনা, দুর্লভ বই বা অতি প্রাচীন বা শখের বস্তুগুলো খুব সহজে বিক্রয় করতে পারেন ইবে, ক্রেগলিষ্ট,বিক্রয় ডট কম, কিংবা সেলবাজার এর মত সাইটে বিক্রয় করতে পারেন। ২১. আপনি একজন ওয়েবসাইট ব্যবহার কারী হিসাবেও আয় করতে পারেন। যে কোন ওয়েবসাইট টেষ্ট করুন, সুন্দর রিভিউ লিখুন একজন ব্যবহারকারী হিসাবে সাইটের সুবিধা অসুবিধাগুলো লিখে আয় করুন। ইউজারটেস্টার UserTesting সাহটের সাহায্যে আয করুন। ২২.আপনি হয়ত বিভিন্ন সময় আপনার বন্ধু বান্ধবদের টেকনোলজির বিভিন্ন বিষয় নিয়ে সাহায্য করেছেন। তাহলে অনলাইনে কেন নয় ? স্কাইপে স্ক্রিন শেয়ার, বা গুগল ক্রোমের দুরবর্তী স্ক্রিন শেয়ারের মাধ্যমে টেকনোলোজি সাপোর্ট দিয়ে খুব সহজে আয় করতে পারেন। ২৩.ফিভার Fiverr ও পিপলস পার আওয়ার PeoplePerHour এ অ্যাকাউন্ট করুন । এখানে সারা বিশ্বের অনেক বায়াররা বিভিন্ন ধরনের কাজ দিয়ে থাকে। এখানে অনুবাদের কাজ থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন এসইও এবং অন্যান্য কাজ পাওয়া যায়। ২৪.আপনি আপনার ওয়েবসাইট পুন বিক্রয় করেও আয় করতে পারেন। ফ্লিপপা Flippa , গো-ড্যাডি অকশন GoDaddy Auctions , সিডো Sedo ইত্যাদি সাইটে আপনি আপনার ওয়েবসাইট পুনরায় বিক্রয় করতে পারেন । ২৫. সর্বশেষ আপনি অনলাইন ব্যতীত অফলাইনে যেসকল ব্যবসার কথা চিন্তা করতে পারেন সবই অনলাইনে প্রয়োগ করা সম্ভব। এই বিষয়ে আপনার মন্তব্য প্রকাশ করুন


বিস্তারিত #ITShikkha ওয়েবসাইটে : http://www.itshikkha.com/%E0%A6%85%E0%A6%A8%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%87%E0%A6%A8%E0%A7%87-%E0%A6%86%E0%A7%9F%E0%A7%87%E0%A6%B0-%E0%A6%AA%E0%A6%A6%E0%A7%8D%E0%A6%A7%E0%A6%A4%E0%A6%BF/

4 comments:

  1. শুভেচ্ছা জানাচ্ছি,

    আমি হেমা ইন্সটাফরেক্স পার্টনার ম্যানেজার।

    আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি কমিশন পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।

    আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

    ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

    ReplyDelete
  2. Hey you! Good job. This is a nice post. Thanks for sharing with us.
    This is a new classified website. You can post your ad in this platform free!!

    ReplyDelete
  3. স্যার আমি গুগলে অনলাইন ইনকাম জড়িত অনেক পোস্ট পরেছি কিন্তু কেউ এতো সুন্দর করে বুঝাতে পারেনি, আপনি যেভাবে অনলাইন ইনকাম সম্পর্কে বুজিয়েছেন।
    আমার সমস্ত কনফিউশোন দুর হয়ে গেছে।আপনার সাইট ভিজিট করে আমি খুব উপকৃত হয়েছি।
    আমি আপনার ব্লগটি স্যাবস্কাইব করে রাখলাম এই রকম সুন্দর পোস্ট পাওয়ার জন্য। আশা করি আপনি আরও বৈধ উপায় নিয়ে আমাদের মাঝে হাজির হবেন। স্যার আপনাকে অনেক অনেক বেশি ধন্যবাদ।

    ReplyDelete
  4. অনলাইন থেকে ইনকাম ব্লগিং করে এসইও করে ইনকাম সম্পর্কে জানতে নিচের লিংকে জান https://www.hilplife.xyz...

    ReplyDelete